
বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোজওয়ে। তিনি বিচার বিভাগে চলমান সংস্কার উদ্যোগে প্রধান বিচারপতির নেতৃত্ব, দূরদর্শিতা ও অর্জনকে উচ্চভাবে প্রশংসা করেন।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমনওয়েলথ মহাসচিব মনে করেন বিচার বিভাগের স্বচ্ছতা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেওয়া পদক্ষেপগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বাস্তবমুখী।
উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতার নতুন মানদণ্ড তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১০ নভেম্বর উপদেষ্টা পরিষদের সভায় সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন শার্লি বোজওয়ে। তার মতে, এটি বিচার বিভাগের কার্যকর পৃথকীকরণকে আরও ত্বরান্বিত করবে এবং আদালতের নিজস্ব কার্যক্রম পরিচালনায় দক্ষতা বাড়াবে।
বৈঠকে তিনি প্রধান বিচারপতির রোডম্যাপে নির্ধারিত লক্ষ্য অর্জনে কমনওয়েলথ সচিবালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাসও দেন।