
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ জন্য ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
আসিফ নজরুল বলেন, “মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল—ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি।”
তিনি আরও বলেন, “ওনারা কনভিকটেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তাই তাদের ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারতের অতিরিক্ত দায়িত্ব রয়েছে। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণের জন্য ভারত যেন আমাদের সঙ্গে থাকা এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার দায়িত্ব পালন করে—এ কথা স্মরণ করিয়ে দিয়ে চিঠি পাঠানো হচ্ছে।”
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণে আন্তর্জাতিক সহায়তার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। তার ভাষায়, “আন্তর্জাতিক অপরাধ আদালত যে হেগে রয়েছে, সেখানে কোনো ধরনের সহায়তা চাওয়া যায় কি না সেটিও বিবেচনায় আছে।”
তিনি আরও যোগ করেন, “একইসঙ্গে রোমভিত্তিক আন্তর্জাতিক আদালতে এ বিষয়ে কোনো অ্যাপ্রোচ করা সম্ভব কি না—সেটাও আমরা দ্রুত বসে সিদ্ধান্ত নেব।”