
সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ এর প্রাক্কালে সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। দিবসটি উপলক্ষে আজ প্রকাশিত এক বাণীতে তিনি স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যসহ সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যরাই প্রথম প্রতিরোধ যুদ্ধে এগিয়ে আসেন এবং দীর্ঘ লড়াইয়ে নেতৃত্ব দেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর অকুতোভয় সদস্যরা ২১ নভেম্বর সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন।’ তিনি আরও উল্লেখ করেন, মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনী ও দেশপ্রেমিক জনগণের অংশগ্রহণে গঠিত এই সমন্বিত আক্রমণের ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়, যা স্মরণে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।
দেশের সংকটময় সময়ে সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রফেসর ইউনূস বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, শিল্প-কারখানায় নিরাপত্তা প্রদানসহ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধারসহ সব কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য আমি সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাই।’
তিনি জানান, গত ১৫ মাসে জনগণের পাশে থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরলস পরিশ্রমের ফলে সার্বিক পরিস্থিতির উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।
প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে গ্রহণ করা সব কর্মসূচির সফলতা কামনা করেন।