
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশে সাময়িকভাবে কিছু মেঘ দেখা যেতে পারে, তবে বৃষ্টির কোনো আশঙ্কা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টি হয়নি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়ায় দেশের মধ্যাঞ্চলে বর্তমানে শুষ্ক ও স্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে। উত্তর দিক থেকে শীতল বাতাস নামতে শুরু করলেও তাপমাত্রার পার্থক্য এখনো তেমন চোখে পড়ার মতো নয়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে পারে, তবে দিনের গরম আপাতত একই রকম থাকবে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, “রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে এখন ‘পরিবর্তনকালীন মৌসুম’ চলছে। যেখানে বর্ষার আর্দ্রতা মিলিয়ে গিয়ে শুষ্ক, তুলনামূলক ঠান্ডা ও ধুলাবালুময় পরিবেশ তৈরি হয়।”
তিনি আরও জানান, এই সময়ে বাতাসের মান দ্রুত নষ্ট হতে শুরু করে এবং ঢাকায় ইতোমধ্যে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। “এই সময়টিতে আকাশ আংশিক মেঘলা থাকা স্বাভাবিক। সূর্যের তাপমাত্রা কিছুটা কমে আসায় দিনের গরম তুলনামূলক সহনীয় হলেও বিকেল ও রাতে হালকা শীতের অনুভূতি পাওয়া যেতে পারে,” বলেন তিনি।
ড. ফারুক আরও উল্লেখ করেন, আগামী এক সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সারাদেশব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।