
দেশের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন করে ১৫ জেলায় জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন জেলা প্রশাসক নিয়োগ পাওয়া জেলাগুলো হলো— নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া এবং ভোলা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।