শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, প্রজ্ঞাপন জারি


শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, প্রজ্ঞাপন জারি

শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে। রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৩ শাখা থেকে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মিতু মরিয়ম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করা হয়েছে। বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নতুন ভাতা প্রদান করা হবে।

প্রধান শর্তাবলী:

ক. বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে।

খ. ভাতা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট এমপিও নীতিমালা এবং সময় সময়ে জারি হওয়া প্রজ্ঞাপন, পরিপত্র ও আদেশ অনুসরণ করতে হবে।

গ. এই ভাতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না।

ঘ. ভাতা প্রদানে সকল আর্থিক বিধি-বিধান পালন করা বাধ্যতামূলক।

ঙ. ভবিষ্যতে এই ব্যয়ে কোনো অনীতিমূলক ঘটনা ঘটলে, বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

চ. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জারি করা জি.ও-এর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×