মেট্রো চলাচলের সময় বাড়ল


মেট্রো চলাচলের সময় বাড়ল

যাত্রী চাপ সামলাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) থেকে প্রতিদিন সকালে ট্রেন চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বৃদ্ধি করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৬টায় উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ার মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়। সরেজমিন দেখা গেছে, সকালে যাত্রী তুলনামূলক কম থাকলেও সময় বাড়ানোর কারণে ভিড় সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যায়। বেশিরভাগ যাত্রী নতুন সময়সূচি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আগের নিয়ম অনুযায়ী প্রথম ট্রেন চলত সকাল ৭টা ১০ মিনিটে, কিন্তু নতুন সময়সূচিতে তা সাড়ে ৬টায় চালু হয়েছে। এছাড়া রাতের শেষ ট্রেন মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে। বিশেষভাবে শুক্রবারের মেট্রোরেল আগের মতো সকাল ৩টার বদলে আড়াইটায় চালু হবে।

উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন প্রায় ৪ লাখ যাত্রী যাতায়াত করেন। যাত্রীরা ট্রিপ সংখ্যা বাড়ানোরও দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, ট্রিপ সংখ্যা বাড়াতে পরীক্ষামূলক কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে, নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বৃদ্ধি সম্ভব হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×