রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ


রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ সংখ্যালঘুদের দুরবস্থা ঘিরে জাতিসংঘের উদ্যোগে আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের সম্মেলন।

বাংলাদেশ সময় রাত ৮টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে শুরু হবে এ সম্মেলন। এতে রাষ্ট্র ও সরকার প্রধানসহ অন্তত ৭৫টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘের এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মনোযোগ বাড়ানো, রাজনৈতিক সমর্থন জোগানো, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকার ইস্যুসহ সংকটের মূল কারণগুলো সমাধানে পদক্ষেপ গ্রহণ।

আলোচনায় রোহিঙ্গা সংকটের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হবে। একইসঙ্গে একটি বিস্তৃত, কার্যকর, উদ্ভাবনী এবং সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রস্তাব করার উদ্যোগ নেওয়া হবে। অগ্রাধিকারের মধ্যে অন্যতম হলো রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করা।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে প্রতিনিধিত্ব করবে তুরস্ক, আর উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) প্রতিনিধিত্ব করবে কুয়েত।

এর আগে সোমবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টার হোটেলে পৃথক বৈঠকে মিলিত হন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে আলোচনা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×