মহাঅষ্টমীতে কুমারী পূজা আজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৫৭ এম, ৩০ সেপ্টেম্বর ২০২৫
.webp)
বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর)। এদিন দেবী দুর্গাকে অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই পাঁচ নৈবেদ্যে পূজা নিবেদন করা হচ্ছে।
মহাঅষ্টমীর প্রধান আকর্ষণ কুমারী পূজা। প্রতিবছরের মতো এবারও ঢাকার রামকৃষ্ণ মিশন ও মঠে ভক্তরা ভক্তিপূর্ণ ও আড়ম্বরপূর্ণ পরিবেশে কুমারী পূজায় অংশ নিচ্ছেন। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, সকাল ৬টা ১০ মিনিটে মহাঅষ্টমীর পূজা শুরু হয়। সকাল সাড়ে ১০টায় পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়, দুপুর ১২টায় মধ্যাহ্ন প্রসাদ, আর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমারী পূজা চলে। সন্ধিপূজা হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং সমাপন ঘটবে রাত ৭টা ১ মিনিটে।
কুমারী পূজার উৎপত্তি ও তাৎপর্য
ধর্মগ্রন্থ অনুযায়ী, কুমারী পূজার সূচনা ঘটে কোলাসুর নামক অসুর বধের মাধ্যমে। বিশ্বাস করা হয়, দেবতাদের আহ্বানে দেবী মানবকন্যারূপে জন্ম নিয়ে কোলাসুরকে পরাজিত করেছিলেন। সেই স্মরণেই মহাঅষ্টমীতে কুমারী পূজা পালিত হয়ে আসছে।
ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে, জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে যেকোনো কুমারীই পূজনীয়। তবে প্রচলিত প্রথা অনুযায়ী সাধারণত ১ থেকে ১৬ বছর বয়সী ব্রাহ্মণ কন্যাকে বেছে নেওয়া হয়। বয়স অনুযায়ী তাদের ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়—যেমন এক বছরের কন্যা ‘সন্ধ্যা’, দুই বছরের ‘সরস্বতী’, তিন বছরের ‘ত্রিধামূর্তি’, চার বছরের ‘কালীকা’, এভাবে ষোলো বছরের কন্যাকে বলা হয় ‘অন্নদা’ বা ‘অম্বিকা’।
শ্রীরামকৃষ্ণের মতে, সব স্ত্রীলোকই ভগবতীর রূপ, আর শুদ্ধাত্মা কুমারীতে তার প্রকাশ সবচেয়ে স্পষ্ট। তাই অষ্টমী বা নবমীতে প্রতিমার পাশে বসিয়ে ৫ থেকে ৭ বছরের কুমারীর পূজা করার রীতি প্রচলিত।
দুর্গোৎসবের সার্বিক আয়োজন
সোমবার সারাদেশে মহাসপ্তমী যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে। রাজধানীর পূজামণ্ডপগুলোতে ভক্তরা সারাদিন দেবীর আরাধনায় ভিড় করেছেন।
গত ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কেবল ঢাকা মহানগরীতেই রয়েছে ২৫৮টি পূজামণ্ডপ।
এবারও দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।