বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন


বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ।

আলোচনায় উঠে আসে রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ীদের জবাবদিহিতা, বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষামূলক নীতি এবং ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন।

বৈঠকে অধ্যাপক ইউনূস মহাসচিবকে জানান, অন্তর্বর্তী সরকার সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছে যাতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হয়। তিনি বলেন, আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচনের জন্য জাতিসংঘের সহায়তা চাই।

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের মিত্ররা পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে।

প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে আন্তোনিও গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচিতে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, গত ১৪ মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব প্রশংসনীয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মহাসচিব জানান, টেকসই সমাধানের পথে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে। তিনি এ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও করেন।

অধ্যাপক ইউনূস আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মেলন বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবে এবং শরণার্থী শিবিরে জরুরি সহায়তার জন্য অর্থ সংগ্রহে সহায়ক হবে।

 

 

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×