নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করল আইআরআই


নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করল আইআরআই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।

সোমবার (১৮ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থার ডিরেক্টর স্টিফেন সীমা। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি ডিরেক্টর ম্যাথ্যু কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইআরআই-এর ডিরেক্টর স্টিফেন সীমা। তিনি বলেন, ৯০ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে আইআরআই। আজকের বৈঠকে আমরা কী করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে।

তিনি আরও জানান, প্রাক-নির্বাচনী পরিস্থিতি মূল্যায়ন নিয়েও আলোচনা হয়েছে। তবে এ নিয়ে কোনো নির্দিষ্ট সুপারিশ তারা করেননি। তাঁর ভাষায়, আমরা সরাসরি নির্বাচন কমিশনকে কোনো সহায়তা দিই না। তবে দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন বিষয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকি।

এক প্রশ্নের জবাবে সীমা বলেন, আমরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। দলগুলোর মধ্যে আন্তঃসংলাপ, নীতি নির্ধারণী সংলাপসহ নানা ধরনের কাজ করেছি।

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, কারিগরি সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমাদের ঢাকা সফরের উদ্দেশ্য হলো কীভাবে রাজনৈতিক দলগুলোকে আরও সহযোগিতা করা যায়। এ সহায়তা অব্যাহত থাকবে। এজন্য আমরা কমিশনের সঙ্গেও আলোচনা করেছি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×