ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকা ব্যক্তিদের রাষ্ট্র অবমূল্যায়ন করেছে গত ১৭ বছর
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৫২ পিএম, ০৯ জুলাই ২০২৫

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিগত ১৬ থেকে ১৭ বছর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকা ব্যক্তিদের প্রতি রাষ্ট্রীয় অবমূল্যায়ন এবং গুরুত্বপূর্ণ পদে তাদের নিয়োগে বাধা সৃষ্টি করা হয়েছে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিগত ১৬ থেকে ১৭ বছর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকা ব্যক্তিদের প্রতি রাষ্ট্রীয় অবমূল্যায়ন এবং গুরুত্বপূর্ণ পদে তাদের নিয়োগে বাধা সৃষ্টি করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
ড. খালিদ হোসেন বলেন, ‘বিগত সরকার প্রায় ১৬ বছর ধরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে অবদমিত করে রেখেছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডধারীদের নিয়োগ প্রক্রিয়ায় প্রাধান্য দেওয়া হয়নি।’
সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, মাদ্রাসা সিলেবাসকে সময়োপযোগী করা জরুরি। পাশাপাশি, আলেমদের শুধু ধর্মীয় কাজেই সীমাবদ্ধ না রেখে, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডেও তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।