১৮-৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথের কথা ভাবছে সরকার: প্রেস সচিব


February 4 2025/pressss.jfif

সরকার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের (১৮-৩২ বছর বয়সী) জন্য আলাদা বুথের কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের সময় ১৮-৩২ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাত ৮টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হওয়ার কথা বলেছেন।

প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন ত্রয়োদশ নির্বাচন যেন নির্বাচন যেন লোক দেখানো না হয়, সত্যিকারের সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে হবে। সকলেই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। 

নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে জানিয়ে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। এর মধ্যে ৫ লাখ আনসার, ১ লাখ ৭০ হাজার থাকবে পুলিশ সদস্য।

সশস্ত্রবাহিনী আর কতদিন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পালন করবে এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বিস্তারিত কিছু না বললেও জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×