অন্যায়ের বিরুদ্ধে ইমাম হোসেনের আত্মত্যাগ আজও প্রেরণার উৎস: তারেক রহমান


February 4 2025/তারেক রহমান ঢাকাওয়াচ.jpg

১০ মহররম, যা পবিত্র আশুরা নামে পরিচিত, মুসলমানদের জন্য এক গৌরবময় ও স্মরণীয় দিন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আশুরার গুরুত্ব তুলে ধরেন।

তারেক রহমান বলেন, ইতিহাসের বহু তাৎপর্যপূর্ণ ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেদনাবিধুর হলো কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত। তিনি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে আত্মোৎসর্গ করেছিলেন। এই দিনটি তাই শোক, আত্মত্যাগ ও প্রতিবাদের এক মহিমান্বিত দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

তিনি আরও বলেন, ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ শুধু ইসলামের রক্ষার জন্যই নয়, বরং মানবতার মর্যাদা, ন্যায়বিচার ও তাকওয়ার চেতনাকেও সামনে এনেছে। তাঁর জীবন থেকে যে অনুপ্রেরণা আসে, তা নিপীড়িত মানুষের জন্য যুগে যুগে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের দিশা দেখায়।

বিবৃতিতে তারেক রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কারবালার ঘটনার মিল টেনে বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশে আওয়ামী শাসকগোষ্ঠী গুম, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতি ও ভোটাধিকার হরণের মাধ্যমে জনগণকে নিপীড়িত করেছে। বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে বন্দি রাখা এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করাকে তিনি রাজনৈতিক প্রতিহিংসার চরম দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, আওয়ামী সরকারের নিপীড়নমূলক দমননীতি বর্তমান সময়ের "এজিদি আচরণ" এর প্রতিফলন। অন্যায়ের বিরুদ্ধে ইমাম হোসেনের (রা.) সংগ্রাম ও আত্মোৎসর্গকে অনুসরণ করে দেশে ইনসাফ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির লড়াই চলবে।

তারেক রহমান শহীদ ইমাম হোসেন (রা.), তাঁর পরিবার ও সঙ্গীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×