ডেঙ্গুতে মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী


ডেঙ্গুতে মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী

জাতীয় ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করা তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী আর নেই। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাফেজ ত্বকীর শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী।

হাফেজ ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিজয়ী হয়েছেন। এছাড়া তিনি এনটিভিতে প্রচারিত ‘কুরআনের আলো’ অনুষ্ঠানসহ দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শীর্ষ স্থান অর্জন করেছেন।

তিনি মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেছিলেন এবং একই প্রতিষ্ঠান থেকে একাধিকবার কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। মৃত্যুর পূর্বে হাফেজ ত্বকী নারায়ণগঞ্জের একটি মাদরাসার কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন।

বিশ্বজয়ী এই কোরআন হাফেজের স্বাস্থ্যগত অবস্থা হঠাৎ করে অবনতি ঘটায় হাসপাতালে ভর্তি করতে হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেই অবস্থাতেই তিনি প্রান হারান।

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ ত্বকী ৬২টি দেশকে পেছনে ফেলে শীর্ষ স্থান অধিকার করেছিলেন। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনেও তিনি বাংলাদেশের জন্য কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন।

কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে ২০০০ সালে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। তার পিতা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। এই শোকের সংবাদে পরিবারটি ভীষণভাবে আহত, এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে স্মরণ করে অনেকেই শোক প্রকাশ করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×