
ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ইরানের পারমাণবিক ক্ষমতা নিয়ন্ত্রণের প্রসঙ্গ উল্লেখ করে হেগসেথ বলেন, ‘তাদের পারমাণবিক সক্ষমতার পথে এগোনো উচিত নয়। প্রেসিডেন্ট যুদ্ধ দপ্তরের কাছ থেকে যা প্রত্যাশা করবেন, তা বাস্তবায়নে আমরা প্রস্তুত থাকব।’ এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনানুষ্ঠানিক নাম পরিবর্তনের কথাও উল্লেখ করেন।
এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য সামরিক শক্তি মোতায়েন করেছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এখনও ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং বর্তমানে বিভিন্ন বিকল্প যাচাই করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন করা হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। এসব বিক্ষোভের সময় দাঙ্গা ও সহিংসতায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে।
ট্রাম্প একাধিকবার সতর্ক করে বলেছেন, যদি ইরান বিক্ষোভকারীদের হত্যা চালিয়ে যায়, তবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। যদিও অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক দমন নীতির বিরুদ্ধে শুরু হওয়া গণবিক্ষোভ সাম্প্রতিক সময়ে বেশিরভাগ স্থির হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার মাধ্যমে গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ার পর, যদি তেহরান পুনরায় পারমাণবিক কর্মসূচি জোরদার করে, তবে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করবে না।
সূত্র: আল আরাবিয়া