
ফেনীতে নির্বাচনি প্রচারণায় গিয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী শহরের পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বলেন, "আধিপত্যবাদকে বেগম জিয়া কখনও প্রশ্রয় দেননি। তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। সে জায়গা থেকে আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।"
একই জনসভায় ডা. শফিকুর রহমান ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "আমরা ঘোষণা দিচ্ছি ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশের কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। আল্লাহ যদি দেশবাসীর সেবা করার তৌফিক আমাদেরকে দেন, ইনশাআল্লাহ, ফেনী তার পাওনা পেয়ে গর্বিত হবে।"
ফেনীবাসীর সমস্যার কথা তুলে ধরে তিনি আরও বলেন, "এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সে বাঁধ এখনও নির্মাণ হয়নি। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে এর সমাধান খুঁজে বের করব, ইনশাআল্লাহ। কারণ, আমার দেশ রক্ষা করার অধিকার আমার। এই দায়িত্ব আমাকে নিতেই হবে। এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারব না।"
ফেনীর অবকাঠামোগত চাহিদার বিষয়েও জামায়াত আমির আলোকপাত করেন। তিনি বলেন, "ফেনীতে মানসম্মত কোনো স্টেডিয়াম নেই। বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে। এই জেলার বিপুলসংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন। ফেনীবাসীকে তাদের পাওনা দেবই, ইনশাআল্লাহ। ফেনী স্টেডিয়ামকে মানসম্মত ও আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ।"
জনসভা শেষে ডা. শফিকুর রহমান ফেনী থেকে লক্ষ্মীপুর, কুমিল্লার লাকসাম এবং কুমিল্লা মহানগরীতে নির্বাচনি জনসভায় অংশ নেন। তিনি রাতে কুমিল্লায় অবস্থান করবেন। পরের দিন শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রামে জনসভা, দুপুর ১২টায় নিমসার এবং দুপুর ২টায় দাউদকান্দিতে পথসভা শেষে ঢাকায় ফিরে বিকেল সাড়ে ৪টায় ঢাকা-১১ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-১০ আসনের জনসভায় অংশ নেবেন।