
যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ স্পষ্ট জানালেন, আর ওয়াশিংটনের নির্দেশে চলবেন না। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তেলশ্রমিকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ অবস্থান তুলে ধরেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ।
সোমবার (২৬ জানুয়ারি) দেওয়া ওই বক্তব্যে ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন। যুক্তরাষ্ট্রের সমর্থনে ক্ষমতায় এলেও দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তাকে ভারসাম্য রক্ষা করে চলতে হচ্ছে—একদিকে দেশে মাদুরোপন্থীদের সঙ্গে সমঝোতা, অন্যদিকে ওয়াশিংটনের প্রত্যাশা। এই দুই চাপের মধ্যেই তার সময় কাটছে।
ভেনেজুয়েলার দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের চাপ নিয়ে প্রকাশ্যে কথা বললেন রদ্রিগেজ। তেল উৎপাদন পুনরায় শুরুসহ একাধিক ইস্যুতে ওয়াশিংটনের দাবির মুখে পড়েই তিনি এই বিতর্কিত অবস্থান নেন।
ডেলসি রদ্রিগেজ বলেন, ‘ভেনেজুয়েলার রাজনীতিবিদদের ওপর ওয়াশিংটনের নির্দেশ—অনেক হয়েছে। আমাদের অভ্যন্তরীণ সমস্যা ও মতপার্থক্য ভেনেজুয়েলাই সমাধান করবে।’
পুয়ের্তো লা ক্রুস শহরে তেলশ্রমিকদের এক সমাবেশে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও চরমপন্থার পরিণতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেশকে বড় মূল্য দিতে হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ক্ষমতায় এলেও ডেলসি রদ্রিগেজ এখন প্রকাশ্যেই ওয়াশিংটনের বিপরীতে অবস্থান নিচ্ছেন। তার এই বক্তব্য ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে এবং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে।