
পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বেলুচিস্তানের পাংজুর জেলায় পরিচালিত একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (আইবিও) ‘ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত তিনজনকে গুলি করে হত্যা করা হয়। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, তারা সবাই ‘সন্ত্রাসী কার্যক্রমে’ জড়িত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান ঘিরে ফেলে এবং উভয় পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। এ সংঘর্ষে স্থানীয় কমান্ডার ফারুক ওরফে সোরো, আদিল ও ওয়াসিম নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, এলাকায় ভারত-সমর্থিত অন্য কোনো সন্ত্রাসীর উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে।
আইএসপিআর আরও জানায়, ‘আজমে ইস্তেহকাম’ নীতির আওতায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সংস্থাটি বলেছে, পাকিস্তান থেকে বিদেশি সমর্থনপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান পূর্ণ গতিতে চলবে।
এদিকে, জিও নিউজ জানিয়েছে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তানে সীমান্তবর্তী সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশগুলো এসব হামলার বেশি শিকার হচ্ছে।
এর আগে, আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ৬ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০২৫ সালে এখন পর্যন্ত দেশজুড়ে ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।