
ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের পতন অবশ্যম্ভাবী এবং সেই পরিবর্তনের পর তিনি নিজ দেশে ফিরে যাবেন এমন দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির পুত্র ও ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। একই সঙ্গে চলমান সরকারবিরোধী আন্দোলন সফল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সমর্থনও কামনা করেছেন তিনি।
গতকাল শুক্রবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই।এখানে আর কোনো যদি-কিন্তু নেই, বরং একথা উঠতে পারে যে কখন ঘটবে।”
ইরানে টানা ২০ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। আন্দোলন শুরু হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক ভিডিও বার্তার মাধ্যমে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে আসছেন রেজা পাহলভি। এসব বার্তায় তিনি আন্দোলনকারীদের উদ্দেশে দিকনির্দেশনাও দিচ্ছেন।
রেজা পাহলভি স্মরণ করিয়ে দেন, ১৯৭৮ সালের জানুয়ারি মাসে সামরিক প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রে যান। এর পরের বছর ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হলে রাজতন্ত্রের পতন ঘটে। ওই বিপ্লবের ফলে তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভিসহ রাজপরিবারের অধিকাংশ সদস্য দেশ ছাড়তে বাধ্য হন। সেই সময় থেকেই রেজা পাহলভি ইরানের বাইরে অবস্থান করছেন এবং আর দেশে ফেরা হয়নি।
তবে বর্তমান পরিস্থিতিতে দেশে ফেরার ইচ্ছা স্পষ্ট করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি অবশ্যই ইরানে ফিরব।”
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে রেজা পাহলভি বলেন, “ইরানের জনগণ তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সময় এসেছে তাদের পাশে দাঁড়ানোর। ইসলামি প্রজাতান্ত্রের ভয়াবহ নিপীড়ন থেকে ইরানের জনগণকে রক্ষা করুন। যেসব দেশ এই সরকারকে স্বীকৃতি দিয়েছেন, তারা দূতাবাস বন্ধ করুন, ইসলামি প্রজাতন্ত্রের কূটনীতিকদের বহিষ্কার করুন।”
তার মতে, বিশ্ব সম্প্রদায়ের দৃঢ় অবস্থানই ইরানের চলমান আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যেতে পারে।