
২০২৫ সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে চার লাখ ২২ হাজারেরও বেশি মানুষ স্বেচ্ছায় যুক্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা পরিষদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এ তথ্য প্রকাশ করেন। এক বৈঠকে তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনা অনুযায়ী চুক্তিভিত্তিক সেনা নিয়োগের নির্ধারিত লক্ষ্য ইতোমধ্যে পূরণ হয়েছে।
মেদভেদেভ জানান, দেশে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকলেও তরুণদের সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে না। তবে এই নিয়োগ কার্যক্রমে কতজন বিদেশি অন্তর্ভুক্ত হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে রুশ সামরিক পোশাকে ইরাকি তরুণদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকতে দেখা গেছে। বিষয়টি নিয়ে ইরাক সরকার জানিয়েছে, এ ধরনের তথ্য সম্পর্কে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক নথি নেই।
এর আগে গত বছর ইরাকি পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি স্বীকার করে যে, কিছু ইরাকি নাগরিক ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নিচ্ছেন এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
শাফাক নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ ভ্রমণের প্রলোভন দেখিয়ে দালালচক্র ইরাকের তরুণদের রাশিয়ায় নিয়ে যাচ্ছে। কম খরচে ও কিস্তিতে বিদেশে যাওয়ার সুযোগের কথা বলে অনেককে সেখানে পাঠানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রাশিয়ার প্রচলিত আইন অনুযায়ী, বৈধভাবে দেশটিতে অবস্থানরত বিদেশিরা চুক্তিভিত্তিক সেনাসদস্য হিসেবে যোগ দিতে পারেন। এ ধরনের চুক্তিতে মাসিক বেতন হিসেবে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত প্রদান করা হয়।