
মাগুরার নড়িহাটী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পুলিশ বাদী হয়ে ১৫১ ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নড়িহাটী গ্রামে মাতবর তৈয়ব আলী মোল্লা গ্রুপ ও বদিয়ার লস্কর গ্রুপের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষের সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল ও আশপাশ থেকে উভয় পক্ষের ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম (পিপিএম) বলেন, “সংঘর্ষের ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান চালানো হয়েছে। আটক ২১ জনের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং এ ধরনের সহিংসতা প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”