
ইরানে বিদেশি ‘হস্তক্ষেপের’ বিরুদ্ধে অবস্থান জানিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ওপর জোর দিয়েছে চীন। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে বেইজিং।
সোমবার (১২ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করি।’
মাও নিং আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সহায়ক এমন কাজ আরও বেশি করে করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানাই।’
এর আগে ইরানে বিক্ষোভকারীদের ‘হত্যা করা হলে’ সামরিক হস্তক্ষেপের হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই বক্তব্যের পরই চীনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো।