
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে ২২ বছর বয়সী মোহাম্মদ হানিফ গুরুতর আহত হয়েছেন; বিস্ফোরণে তার ডান পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দা।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনা ঘটেছে হোয়াইক্যং লম্বাবিল সীমান্তের হাউসরদ্বীপ এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন আহতের পিতা মো. ফজলুল হক।
পিতার বরাত দিয়ে জানা গেছে, মোহাম্মদ হানিফ ওই সকাল হাউসরদ্বীপ এলাকায় চিংড়ি ঘেরে মাছ ধরার সময় ঘেরের বাঁধে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হয়। এতে তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পায়েও মারাত্মক আঘাত লাগে।
স্থানীয়দের সহায়তায় দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, হাউসরদ্বীপ এলাকায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, গত চার দিন ধরে হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল।