
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বুধবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি মোদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের সামনে ‘অত্যাধিক সমর্থন’ ও ‘আত্মসমর্পণ’ করার অভিযোগে দোষারোপ করেছেন। পাশাপাশি তিনি মোদির নেতৃত্বের তুলনা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ের সঙ্গে।
রাহুল গান্ধী সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, “মোদির নেতৃত্বে ট্রাম্পের চাপের সঙ্গে দ্রুত সমন্বয় দেখা যাচ্ছে এবং তিনি ‘ইয়েস স্যার’ বলে তা মেনে চলছেন। ১৯৭১ সালের যুদ্ধের সময় ভারত কখনও এমন চাপের মুখে আত্মসমর্পণ করেনি।”
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মোদি তার সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করেছিলেন। তিনি উল্লেখ করেছেন, ভারত প্রচুর শুল্ক প্রদান করছে এবং রাশিয়ার তেল ক্রয় উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। ট্রাম্প বলেন, ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যার মধ্যে ২৫ শতাংশ সরাসরি রাশিয়ার তেল ক্রয়ের কারণে আরোপিত শাস্তি।
শুল্ক সংক্রান্ত এই পরিস্থিতির কারণে আগস্ট থেকে দুই দেশের মধ্যে একাধিক দফা বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং দুই নেতা অন্তত চারবার ফোনে কথা বলেছেন। তবে এখনো কোনো চূড়ান্ত বাণিজ্যচুক্তি হয়নি। ট্রাম্প আরও জানিয়েছেন, ভারত অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ বিলম্বের বিষয়টি উত্থাপন করেছে এবং পাঁচ বছর ধরে এ হেলিকপ্টারগুলোর জন্য অপেক্ষা করছে।