
দেশের ২০ জেলায় প্রবল শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। শুক্রবার, ৯ জানুয়ারি, সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে তা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নামেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত একটি গভীর নিম্নচাপ বর্তমানে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সেই এলাকায় বিরাজ করছে। এটি আরও উত্তরের দিকে সরতে পারে এবং আগামী ১০ জানুয়ারি উত্তর শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করতে পারে। এই নিম্নচাপের একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি, উপমহাদেশীয় উচ্চচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া আংশিক মেঘলা হলেও শুষ্ক থাকতে পারে। নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া সহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে। দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিনের পূর্বাভাসেও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। প্রতিদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা, অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সাধারণত সামান্য ওঠা বা নামা ছাড়া প্রায় অপরিবর্তিত থাকবে, আর দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।