
ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের পর ইরানে যোগাযোগ ব্যবস্থায় আরও বড় সংকটের আভাস মিলছে, দেশটির বিভিন্ন এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্কও ক্রমশ অকার্যকর হয়ে পড়ছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শুক্রবার ৯ জানুয়ারি জানিয়েছে, বহু স্থানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।
আন্তর্জাতিক ও আঞ্চলিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ হওয়ার পরপরই মোবাইল ফোন সেবায় বিঘ্ন দেখা দিতে শুরু করে। তবে এ বিষয়ে ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
গত ২৮ ডিসেম্বর ইরানে নতুন করে বিক্ষোভের সূচনা হয়। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। ধীরে ধীরে এতে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ যুক্ত হন। টানা ১২ দিন ধরে চলা এই আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানী তেহরানসহ দেশের নানা প্রান্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা এই শাসনব্যবস্থা সাম্প্রতিক সময়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার মধ্যেই দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
মানবাধিকার বিষয়ক একটি সংস্থার তথ্য অনুযায়ী, গত ১২ দিনের বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে এবং শক্তিশালী হামলা চালাবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড