
ভেনেজুয়েলা দেশজুড়ে সকল সশস্ত্র বাহিনী অবিলম্বে মোতায়েনের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ।
শনিবার স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভেনেজুয়েলা এখন ইতিহাসের “সবচেয়ে ভয়াবহ আগ্রাসনের” মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে তিনি দেশের সবাইকে জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
পাদ্রিনো লোপেজ আরও বলেন, “প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে সেনাবাহিনীসহ দেশের সব সশস্ত্র বাহিনী অবিলম্বে মোতায়েন করা হবে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি যোগ করেন, “তারা আমাদের ওপর হামলা চালিয়েছে, কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারবে না।”
এর আগে ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার অভিযোগ এনে এটি ‘সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছিল। একই সময়ে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
সাম্প্রতিক এসব ঘটনার কারণে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে, এবং আন্তর্জাতিক মহলে পরিস্থিতির দিকে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।