
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। মস্কোর ভাষ্য, এই হামলার পেছনে কোনো যৌক্তিক কারণ নেই; কূটনৈতিক সমাধানের পরিবর্তে এখানে ‘আদর্শিক বৈরিতা’ই প্রাধান্য পেয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “আজ সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। এটি গভীরভাবে উদ্বেগজনক এবং নিন্দনীয়।”
বিবৃতিতে আরও বলা হয়, “এই ধরনের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহৃত অজুহাত অগ্রহণযোগ্য। ব্যবসায়িক বাস্তববাদের ওপর আদর্শিক বৈরিতা জয়লাভ করেছে।”
রাশিয়ার বিবৃতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাম উল্লেখ করা হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দক্ষিণ আমেরিকার দেশটিতে সামরিক অভিযানের সময় মাদুরোকে আটক করা হয়েছে।
এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় কোনো রুশ নাগরিক আহত হওয়ার তথ্য তারা পায়নি। একই সঙ্গে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে মস্কো।