
জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার এক সাবেক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি কাউসার আহমেদ শ্যামল। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (৩ জানুয়ারি) রাতে জামালপুর পৌর এলাকার ফুলবাড়িয়া দড়িপাড়া থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।
পুলিশ জানায়, কাউসার আহমেদ শ্যামল মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা এবং মনসুর আহমেদের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, শনিবার রাতে কাউসার আহমেদ শ্যামলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।