
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর গভীর শোক প্রকাশ করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা ও সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে তিনি প্রয়াত নেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) রাহুল গান্ধী লেখেন, "বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীর দুঃখ প্রকাশ করছি। দীর্ঘ জনজীবনে তিনি দেশের রাজনৈতিক যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রয়াত নেত্রীর পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতিও আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে মোদি লিখেছেন, "বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।"