
ইরান যদি আবার পরমাণু অস্ত্র তৈরির পথে এগোয়, তাহলে যুক্তরাষ্ট্র আরও বড় ধরনের হামলার পক্ষে অবস্থান নেবে—এমন কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডার মার-এ-লাগোতে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, গত জুনে যুক্তরাষ্ট্রের হামলার পরও ইরান পরমাণু অস্ত্রসহ বিভিন্ন অস্ত্র কর্মসূচি পুনরায় শুরুর চেষ্টা করছে বলে তার ধারণা।
এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি শুনেছি তারা পারমাণবিক অস্ত্রসহ অন্যান্য জিনিস তৈরি করছে। যদি তারা সত্যিই তা করে, তাহলে আমরা আগের হামলায় ধ্বংস হওয়া স্থাপনার চেয়ে ভিন্ন কোনো স্থাপনা লক্ষ্য করব।”
ইরানকে সরাসরি সতর্ক করে তিনি আরও বলেন, “আমরা জানি তারা কোথায় যাচ্ছে, কী করছে। আমি আশা করি তারা পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করবে, কারণ আমাদের বি-২ বোমারু বিমান ব্যবহারে ৩৭ ঘণ্টার দীর্ঘ যাত্রা করতে হয়, যা আমরা বারবার করতে চাই না।”
এদিকে, একদিকে তেহরানের সঙ্গে সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন, অন্যদিকে চলতি মাসেই ইরান দু’দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে—যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।