
ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেট্রোস্টেশনের কাছে ভয়াবহ এক গাড়ি বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে বলে ধারণা করছে পুলিশ ও উদ্ধারকর্মীরা।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাল কেল্লা মেট্রোস্টেশনের পাশে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনার পরপরই পুরো দিল্লি শহরে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি গাড়িতে। ভেঙে যায় নিকটস্থ ভবনের জানালার কাচ।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপণ যান পাঠানো হয়। পুলিশ এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “বিস্ফোরণটি লাল কেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে হয়েছে। বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। অনেকে আহত হওয়ার আশঙ্কা রয়েছে।”
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে জ্বলন্ত গাড়ি থেকে ঘন ধোঁয়া উঠছে। বিস্ফোরণের পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ঘটনার কারণ তদন্তে কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের উৎস সম্পর্কে কিছু জানা যায়নি।