সৌদিকে সম্পর্ক জোরদারে বার্তা দিলো ইরান


February 4 2025/SUODI DW.jpg

পারস্পরিক সম্পর্ক জোরদার ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে সৌদি আরবকে লিখিত বার্তা দিয়েছে ইরান। বুধবার (২ জুলাই) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ ইরানের পক্ষ থেকে একটি লিখিত বার্তা পেয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ বার্তা দিয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরিজি ইরানের রাষ্ট্রদূত আলিরেজা ইনায়াতির সঙ্গে বৈঠক করেন। সে সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বার্তাটি গ্রহণ করেন আল খেরিজি।

বৈঠকে উভয় দেশের কর্মকর্তারা সৌদি-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এর আগে, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ ইরানের নতুন সামরিক বাহিনী প্রধান আবদুর রহিম মুসাভির সঙ্গে ফোনে কথা বলেন। রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি ও ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, এই ফোনালাপটি মুসাভির উদ্যোগে শুরু হয়। তারা দুজন প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন ও আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

দীর্ঘদিন ধরে ইরান ও সৌদি আরব একে অন্যকে শত্রু হিসেবে বিবেচনা করে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে দুই দেশ। বর্তমানে তাদের সম্পর্ক স্থিতিশীল। গত মাসে ইসরায়েল ইরানে হামলা করলে এর নিন্দা ও প্রতিবাদ জানায় সৌদি আরব।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×