সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত


February 4 2025/SOCHIBALOY DW.jpg

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের এক জরুরি সভা আজ সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। সভাটি পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: বেলাল হোসেন-এর সঞ্চালনায় শুরু হয় এবং এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি জনাব মো: বাদিউল কবীর। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের মহাসচিব জনাব নিজাম উদ্দিন আহমেদ।

সভায় মূলত সরকারি কর্মচারীদের জন্য নবম পে-কমিশন গঠন এবং সচিবালয়ের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি রেশন ভাতা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলো নিয়ে অর্থ উপদেষ্টা মহোদয়ের সঙ্গে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর আড়াইটায় অনুষ্ঠিতব্য সভার প্রস্তুতির জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। জনাব নুরুজ্জামাল-এর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট এ কমিটিকে সংশ্লিষ্ট প্রমাণপত্র, নথিপত্র ও পূর্বনজির ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ব্রিফ তৈরির দায়িত্ব প্রদান করা হয়।

পরবর্তীতে, অর্থ উপদেষ্টার সঙ্গে সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থ বিভাগের সচিব জনাব মো. খায়েরুজ্জামানও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পরিষদের নেতৃবৃন্দ অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিয়ম অনুযায়ী বিগত পাঁচ বছর আগেই নতুন পে-কমিশন গঠনের প্রয়োজন ছিল। কিন্তু পূর্ববর্তী সরকার আমলে উচ্চমূল্যের বাজারে কর্মচারীদের আর্থিক দুরবস্থা উপেক্ষিত ছিল, ফলে কর্মচারীরা চরম দুর্ভোগে ছিলেন।

অর্থ উপদেষ্টা মহোদয় কর্মচারীদের দাবিকে যৌক্তিক হিসেবে স্বীকৃতি দিয়ে জানান যে, খুব দ্রুত নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরু হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর তা চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। সচিবালয়ের রেশন ভাতা বিষয়েও নেতৃবৃন্দ উদাহরণসহ ব্যাখ্যা প্রদান করেন যে, দেশের বিভিন্ন দপ্তরের প্রায় ৮ লাখ বেসামরিক কর্মচারী ইতোমধ্যে রেশন সুবিধা ভোগ করছেন। এ প্রেক্ষাপটে সচিবালয়ের কর্মচারীরা এ থেকে বঞ্চিত হওয়া অনুচিত। অর্থ উপদেষ্টা মহোদয় এ দাবিকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন এবং বলেন, অন্যরা পেলে সচিবালয়ের কর্মচারীরাও পাবে এটাই স্বাভাবিক।

সভা শেষে পরিষদের সভাপতি জনাব মো. বাদিউল কবীর এবং মহাসচিব জনাব নিজাম উদ্দিন আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বলেন, জুলাই ২০২৫-এর মধ্যে যদি ৯ম পে-কমিশন গঠন ও রেশন ভাতা চালুর কার্যক্রম শুরু না হয়, তাহলে ভবিষ্যৎ কর্মসূচির জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, মো. তৌহিদুর রহমান, শাহীন গোলাম রব্বানী, মো. নজরুল ইসলাম, মো. নুরুজ্জামাল, মো. মিজানুর রহমান শিবলু, মো. শাহাব উদ্দিন, আব্দুল কাদের, শুভ, সুমন, জিমানুর রহমান, শহীদুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন, মো. শাহজাহান আলী, আব্দুস সবুর, বাবুল আক্তার, বায়েজিদ হাসান, মাকছুদা আক্তার বেলী, শিল্পি আক্তার, নুরুন্নাহার, রহমত উল্লাহ বাবু, মো. শাহেব আলী, আশরাফুল ইসলাম, মনোয়ার হোসেন, মো. বিপুল, আরিফুর রহমান, আরিফ হুসাইন, রুহুল আমিন, মো. আরিফ, নাছিমুল আলম, সাব্বির আহম্মেদ, আব্দুল কাদের, শাহাদাৎ হোসেন, শামীমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×