হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের সংসদ


saurav/image-515378-1643646117.jpg

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করা বিষয়ক সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে ইরানি সংসদ।

রোববার (২২ জুন) দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থাকে এখন এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে।

বৈশ্বিক তেল রপ্তানির বড় একটি অংশ পরিবহনে ব্যবহৃত হয় হরমুজ প্রণালী। এই প্রণালীর উত্তরে ইরান, দক্ষিণে সংযুক্ত আরব আমিরাত ও ওমান অবস্থিত। এটি বন্ধ হলে তেল পরিবহনের জন্য আর বিশেষ কোনো বিকল্প পথ খোলা থাকবে না।

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে,, ২০২৪ সালে বিশ্বব্যাপী মোট তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে রপ্তানি হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×