ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:৪০ এম, ২৮ জুন ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজন হলে ইরানে আবারও হামলা চালানো হবে। যুদ্ধবিরতি হলেও ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তার এই মন্তব্য কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
ট্রাম্প সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের দাবি তুলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ) বা যুক্তরাষ্ট্রের সম্মানিত সংস্থাগুলোর পরিদর্শন ছাড়া ইরানের সঙ্গে ভবিষ্যৎ কোনো সমঝোতা সম্ভব নয়। উল্লেখ্য, তেহরানের জাতীয় পরিষদ এরই মধ্যে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিতের বিল পাস করেছে।
ট্রাম্প আরও সতর্ক করে বলেন, ইরান যদি আবারও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তাহলে ‘নতুন করে হামলার প্রশ্নে কোনো দ্বিধা থাকবে না’। তার এই মন্তব্য ইরানের পরমাণু কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।
গত ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা চালানোর পর টানা ১২ দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা ‘বাজেভাবে মার খেয়েছেন’ বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি বলেন, সংঘাত থামানোর জন্য সেটিই ছিল উপযুক্ত সময়।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এই হামলাকে ‘যুক্তরাষ্ট্রের মুখে চপেটাঘাত’ বলে উল্লেখ করলে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি জানান, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটি পরিকল্পনায় কাজ করছিলেন, কিন্তু খামেনির ‘আক্রমণাত্মক বিবৃতি’ পাওয়ার পরপরই তিনি সব স্থগিত করেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ‘ঘৃণা ও বিদ্বেষে ভরা বিবৃতির পর তিনি সব আলোচনা বাতিল করেছেন।’
অন্যদিকে, এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সেনাবাহিনীকে ‘এনফোর্সমেন্ট প্ল্যান’ তৈরির নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণ ধরে রাখা, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের সহায়তার জবাব দেওয়ার জন্য এই পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। কাৎজ স্পষ্ট করে বলেন, যুদ্ধের পরও তাদের প্রস্তুত থাকতে হবে, কারণ ‘ইরানের হুমকি এখনও শেষ হয়নি’।