ইরানে মার্কিন হামলায় কোনো প্রাণহানি হয়নি


saurav/Red-Crecent.jpg

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলায় কোনো প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দ। খবর আলজাজিরার।

গতকাল শনিবার (২১ জুন) রাতে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে (ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান) মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে।

এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে এবং ইরান এর তীব্র নিন্দা জানিয়ে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বলেন, গত রাতে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে পরমাণু স্থাপনাগুলোতে হামলার ঘটনায় সৌভাগ্যক্রমে আমাদের কেউ শহীদ হননি।

এদিকে হামলার পর করণীয় নির্ধারণে আজ রোববার (২২ জুন) মস্কোর উদ্দেশে রওনা দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আগামীকাল সোমবার (২৩ জুন) তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের গত ১৩ জুনের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪৩০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩,৫০০ এর বেশি আহত হয়েছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×