
এক দিকে গাজায় চলছে যুদ্ধবিরতি, অন্যদিকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকার বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। গাজার ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার পরের দিনই পশ্চিম তীরের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৪ জনকে আটক করেছে ইসরাইলের সেনারা।
দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের ধকল কাটিয়ে বাড়ি ফিরতে শুরু করছেন গাজাবাসী। ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় যা নিয়ে গিয়েছিলেন, তা নিয়েই আবার নতুন করে জীবন শুরু চেষ্টা করছেন এ সর্বস্বহারা মানুষেরা।
তবে, অনেকেই ফিরে আর তার চিরচেনা আবাসস্থল খুঁজে পাননি। পেয়েছেন শুধুই ধ্বংসস্তূপ। স্বজনরা নিহতদের খোঁজে এ ধ্বংসস্তূপের মধ্যে কয়েক মাস পুরনো লাশ খুঁজে বেড়াচ্ছেন। যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার হয়েছে।
এদিকে, গাজার যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দাদের জন্য নতুন বিপদ তৈরি করছে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীরা। সেখানকার ঘরবাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে চালানো হয়েছে হামলা। এরমধ্যে বেশকিছু বাড়িঘর, দোকানপাট, গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
এ সময় হামলাকারীরা বাসাবাড়িতে গুলির পাশাপাশি ইট-পাটকেলও ছুড়ে মারে। এ ঘটনায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। হতাহত হয়েছেন অনেকে। আহতদের চিকিৎসা দিচ্ছেন রেড ক্রিসেন্টের সেবাকর্মীরা।
এছাড়া, ইসরাইলের সেনাবাহিনী পশ্চিম তীরের বিভিন্ন শহর থেকে ফিলিস্তিনিদের বের হতে দিচ্ছে না, আবার ঢুকতেও দিচ্ছে না। গাজার বেশকিছু বাড়িতে আচমকা তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলের সেনাবাহিনী।
এসন পরিস্থিতিতে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের অখণ্ডতা এবং অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।