৩৬৩ কোটি টাকা ব্যয়ে ৬টি ক্যান্সার চিকিৎসার মেশিন কিনছে সরকার


৩৬৩ কোটি টাকা ব্যয়ে ৬টি ক্যান্সার চিকিৎসার মেশিন কিনছে সরকার

ক্যান্সার চিকিৎসা পরিসরে আধুনিকতা আনতে সরকার নতুন করে ছয়টি লিনিয়ার অ্যাক্সেলারেটর (লিনাক) মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে ৩৬৩ কোটি টাকা। আগামী কয়েক মাসের মধ্যেই অত্যাধুনিক এই যন্ত্রপাতি দেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার, ১৩ অক্টোবর, রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তিনি এ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।

নূরজাহান বেগম বলেন, "ক্যান্সার চিকিৎসার জন্য লিনাক মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি বলেন, দেশে স্তন ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সারের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। ক্যান্সার প্রতিরোধে জনগণের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, "৬৪ জেলায় ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দিতে পারে এমন বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে।" একই সঙ্গে তিনি জানান, বর্তমান সরকার দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার, কিডনি এবং ডায়ালাইসিস সেবার ব্যবস্থা করছে।

ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আধুনিক পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, "এক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি বলেন, "ব্রেস্ট ক্যান্সার সময়মতো শনাক্ত করা গেলে শতভাগ নিরাময় সম্ভব।" তাই ভয় বা সংকোচ না করে নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে আগেভাগেই রোগ শনাক্ত করার পরামর্শ দেন তিনি।

ডা. আবু জাফর আরও বলেন, "বর্তমানে দেখা যাচ্ছে, ৩০ বছরের নিচেও অনেকের স্তন ক্যান্সার হতে পারে, তাই বয়স নয়, উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।"

সরকারের এই পদক্ষেপ দেশে ক্যান্সার চিকিৎসার সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×