
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে দায়িত্বরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে নেওয়া এই উদ্যোগকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। সরকারি সূত্রের বরাত প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো স্পষ্ট করেছে, এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক উপস্থিতি বা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ সব দপ্তর আগের মতোই খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সরকারি সূত্রের ভাষ্য অনুযায়ী, এটি কেবল একটি পূর্বসতর্কতামূলক পদক্ষেপ; কূটনৈতিক সেবা কিংবা নিয়মিত কার্যক্রমে এর কোনো প্রভাব পড়বে না।