
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে। পাশাপাশি গত এক দিনে নতুন করে ৪২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ভিত্তিতে নতুন ভর্তি রোগীর সংখ্যা নিম্নরূপ: বরিশাল ৬৪ জন, চট্টগ্রাম ৬৩ জন, ঢাকা ৭৩ জন, ঢাকা উত্তর সিটি ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি ৭২ জন, খুলনা ৩০ জন, ময়মনসিংহ ৩১ জন, রাজশাহী ১২ জন এবং রংপুরে ১ জন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৯৮,৭০৫ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। তুলনামূলকভাবে, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল এবং ১,২১,২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। ২০২৩ সালে দেশজুড়ে ডেঙ্গুতে সর্বোচ্চ ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল।