
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প, ভাবনা ও ভাষার নান্দনিক উপস্থাপনা কেন্দ্র করে আবারও আলোচনায় আসছে ফিল্ম ফিয়েস্তা। চতুর্থবারের মতো আয়োজিত এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ০৩ জানুয়ারি, ২০২৫, ঢাকার ধানমন্ডির Alliance Française de Dhaka–তে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও চলচ্চিত্রভিত্তিক বুদ্ধিবৃত্তিক সংলাপকে সামনে রেখে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি ২০২৪ সাল থেকে অল্প সময়েই নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি সৃজনশীল মিলনস্থলে পরিণত হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি নির্মাতা ও দর্শকের সরাসরি যোগাযোগ, প্রতিক্রিয়া বিনিময় এবং আলোচনা–কথোপকথনের মাধ্যমে সিনেমার দর্শন ও ভাষা নিয়ে ভাবনার পরিসর তৈরিই ফিল্ম ফিয়েস্তার মূল লক্ষ্য।
এ বছরের আয়োজনের থিম “New Cinematic Vision”। এই থিমে সমসাময়িক চলচ্চিত্র নির্মাণের পরিবর্তনশীল ভাষা ও নতুন গল্প বলার ধারা তুলে ধরা হবে। উৎসবে বিভিন্ন ঘরানার নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে, যেখানে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের গল্পের পাশাপাশি নতুন প্রজন্মের সাহসী ও ভিন্নধর্মী কণ্ঠস্বর উঠে আসবে।
অনুষ্ঠান সূচি (০৩ জানুয়ারি, ২০২৫):
সন্ধ্যা ৬.০০ — স্বাগত বক্তব্য
সন্ধ্যা ৬.১০ — বিশেষ প্রদর্শনী
সন্ধ্যা ৬.৫১ — অফিসিয়াল সিলেকশন (৪টি চলচ্চিত্র)
রাত ৮.০৫ — এক্সক্লুসিভ স্ক্রিনিং
রাত ৮.১৫ — নির্মাতাদের সঙ্গে সাক্ষাৎ
রাত ৮.২০ — সমাপনী বক্তব্য
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্র জমা দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হলেও দর্শকরা অনলাইনে টিকিট সংগ্রহ করে এই আয়োজনে অংশ নিতে পারবেন।
অনলাইন টিকিট সংগ্রহ:
https://forms.gle/iHCV6QPAy86AjMjAA