
ফ্রান্সের পিরেনিস পর্বতমালায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রবাসী বাংলাদেশি কাওসার আলম নিহত হয়েছেন।
দুর্ঘটনা ঘটে গত সোমবার (৫ জানুয়ারি) সকালে, ফ্রান্স-স্পেন সীমান্তের কাছে অবস্থিত এক মহাসড়কে। যদিও কয়েক দিন পার হয়ে গেছে, নিহতের কোনো আত্মীয় বা পরিবারের সদস্য এখনও পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ‘ফ্লিক্স বাস’ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়লে কাওসার আলমসহ মোট তিনজন প্রাণ হারান। আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কাওসারের মরদেহ বর্তমানে পুলিশি তত্ত্বাবধানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফ্রান্স প্রবাসী আশুক আহমদ খাঁ জানান, দুর্ঘটনার পর কাওসারের মোবাইল ফোনটি আনলক অবস্থায় পাওয়া যায়। ফোন থেকে তার ছবি সংগ্রহ করা সম্ভব হলেও স্থায়ী ঠিকানা, বয়স বা পরিবারের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সাহায্য চাওয়া হয়েছে নিহতের পূর্ণ পরিচয় শনাক্ত এবং পরিবারের সন্ধান পাওয়া জন্য। যেকোনো ব্যক্তি যিনি কাওসার আলমকে চিনেন বা তার স্থায়ী ঠিকানা জানেন, তাদের দ্রুত স্থানীয় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। সাধারণত, পরিচয় নিশ্চিত হওয়ার পরেই দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।