
সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বর্তমান সীমা তুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে ভাবছে সরকার। অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এই তথ্য জানিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “সঞ্চয়পত্র কেনাবেচায় নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই প্রেক্ষাপটে সঞ্চয়পত্র কেনার সীমা তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।”
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “বন্ডের লেনদেন সহজ করা গেলে দেশে বন্ড বাজার ৬ ট্রিলিয়ন টাকায় পৌঁছাতে পারে। বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র ব্যাংকের ওপর নির্ভরশীল থাকতে পারবে না; প্রয়োজন মেটাতে বিদেশি বিনিয়োগ আনতে হবে বা বন্ড বাজারে অন্তর্ভুক্ত হতে হবে।”
তিনি আরও জানান, “বন্ড বাজারের টেকসই উন্নয়ন মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুদের হারের ওপর নির্ভর করছে। একক সুদের হারে এটি আরও স্থিতিশীল হবে।”