
রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
২৭ জানুয়ারি (মঙ্গলবার) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল মিটিংয়ের মাধ্যমে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সারাদেশে শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করা হয়। সভায় ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারী ব্যবস্থাপকদের অভিনন্দন জানানো হয়।
এতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজান চৌধুরী, সাধারণ ঋণ ও এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মইনউদ্দিন মাসুদ উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় কার্যালয় , সকল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং সারাদেশের সকল জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকগণ ভার্চ্যুয়ালি অংশ নেন।