
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মোঃ হাবিবুর রহমান-এর পুনঃনিয়োগের প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পর্যালোচনায় তাঁর পুনঃনিয়োগে অনুমোদন প্রদান করা সম্ভব হয়নি।
গত ২৬ জানুয়ারি (সোমবার) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন পরিচালক (বিআরপিডি-২) মোঃ আলাউদ্দিন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি স্ট্যান্ডার্ড ব্যাংক কর্তৃপক্ষ মোঃ হাবিবুর রহমানকে পুনরায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল। তবে বাংলাদেশ ব্যাংক এই আবেদনের প্রেক্ষিতে জানিয়েছে, "সার্বিক পর্যালোচনার পর আপনার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে জনাব মোঃ হাবিবুর রহমানকে পুনঃনিয়োগের অনুমোদন প্রদান করা গেল না।"
উল্লেখ্য, সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকের অভ্যন্তরে এবং পরিচালনা পর্ষদে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও আছে। বিষয়টি ধাপে ধাপে ঢাকা ওয়াচের ধারাবাহিক প্রতিবেদনগুলোতে উঠে এসেছে এবং তা নানা মহলে আলোচনা সৃষ্টি করেছে। বাংলাদেশ ব্যাংক অডিটের মাধম্যে ঢাকা ওয়াচে প্রকাশিত এসকল তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তাকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তও চলমান আছে।

বাংলাদেশ ব্যাংক তাদের চিঠিতে স্ট্যান্ডার্ড ব্যাংক কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে একজন ‘উপযুক্ত’ নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রস্তাব পাঠানোর পরামর্শ দিয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই কঠোর অবস্থান দেশের ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা। এখন দেখার বিষয়, স্ট্যান্ডার্ড ব্যাংক পরবর্তী এমডি হিসেবে কার নাম প্রস্তাব করে।