রাজস্ব আদায়ে আজ ব্যাংকিং লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে


রাজস্ব আদায়ে আজ ব্যাংকিং লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে

রাজস্ব আহরনের সুবিধার্থে আজ সোমবার (৩০ জুন) ব্যাংকের লেনদেন সন্ধ্যা ৬ টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঢাকাওয়াচকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান।

তিনি বলেন, যেহেতু অর্থ বছরের শেষ দিন সেহেতু কর আহরনের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

সাধারণত ব্যাংকগুলো বিকেল ৪টা পর্যন্ত লেনদেন করে। 

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের কারণে অনেক ব্যবসায়ী রাজস্ব জমা দিতে পারেনি। নির্ধারিত সময়ের পর তাদের জরিমানা গুনতে হবে। তাই অর্থবছরের শেষদিন আজ সোমবার ব্যাংকিং লেনদেনের সময় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×