‘বিসিসিএমই নির্বাচন-২০২৫’, বিপুল ভোট পেয়ে সভাপতি নির্বাচিত আতিকুর রহমান


March25 Naeem/jkghj.jpg

বাংলাদেশ চারকোল ম‍্যানুফ‍্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিসিসিএমইএ) -এর দ্বিবার্ষিক ২০২৫-২০২৭ নির্বাচনে চারকোল শিল্পরক্ষা ও সংস্কার পরিষদের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয়লাভ করেছে। ১১ সদস‍্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সব কয়টিতে আতিকুর রহমানের নেতৃত্বাধীন  ‘চারকোল শিল্পরক্ষা ও সংস্কার পরিষদ’-এর প্রার্থীরা জয়ী হয়। অপর দিকে মি. জয় হোসাইনের নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী সমন্বিত চারকোল পরিষদের কোন প্রার্থী জয় লাভ করেননি। 

আজ শনিবার (৮ মার্চ) দুপুরে ঢাকাস্হ ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন ( খোকন ) ফলাফল ঘোষনা করেন। অন‍্য নির্বাচন কমিশনারবৃন্দ জনাব মহসিন কবির এবং এডভোকেট রফিকুল ইসলাম ও উপস্থিত ছিলেন। 

অত্র নির্বাচনে সভাপতি পদে আতিকুর রহমান; সহ-সভাপতি পদে মোহাম্মদ নাজমুল ইসলাম, মেহেদী হাসান জুলিয়াস ও হাবিব এ হাসান রাজ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অর্থ সম্পাদক পদে শাহরিয়ার ইবনে ইব্রাহিম তুষার এবং  কার্য নির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন খোকন; তালুকদার সামসুল আলম লিটন; মিরাজ মোহাম্মদ তারেকুল হাসান; হোসাইন আহমেদ চৌধুরী; এ এম আলমগীর কবির ও সাহাদাত হোসেন উজ্জল নির্বাচিত হয়েছেন। 

সাম্প্রতিক বছরগুলোতে চারকোল শিল্প রপ্তানিমুখী খাত হিসাবে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×