রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক বিএসইসি কর্মকর্তাদের


March25 Naeem/-1126585c5b8daf5f11a12e73b572d721.jpg

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ পুরো কমিশনের পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

আজ মঙ্গলবার (৫ মার্চ) কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম জানান, পুরো কমিশন যতক্ষণ পদত্যাগ না করবেন, ততক্ষণ কর্মবিরতি চলবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই কর্মবিরতি শুরু হবে।

এর আগে, আজ সকাল সাড়ে ১১টা থেকে কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা ৪ দফা দাবি জানিয়ে এসব দাবি না মানলে পদত্যাগের আন্দোলন শুরু করে। এক পর্যায়ের কমিশনের চতুর্থ ফ্লোরে চেয়্যারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করা হয়। এসময় দুপুর ১ টা থেকে রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে সর্বস্তরের কর্মকর্তারা বিক্ষোভে অংশগ্রহণ করেছেন।

বিদ্যুৎ লাইন বন্ধ করে কমিশনে ব্লাক আউট করা হয়। বেলা ২টার দিকে সেনাবাহিনীরা সদস্যরা কমিশন ভবনে প্রবেশ করে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা বিএসইসি কর্মকর্তাদের লঠিপেটা করে।ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে সাড়ে তিনটার দিকে অবরুদ্ধ শীর্ষ কর্মকর্তাদের উদ্ধার করে সেনাবাহিনী।

সূত্র মতে, বিএসইসি নির্বাহি পরিচালক সাইফুর রহমানকে বিতর্কিতভাবে বাধ্যতামূলক অবসর দিয়েছে রাশেদ মাকসুদ কমিশন। একইভাবে আরও কয়েকজনকে এই অবসর দেওয়ার পরিকল্পনা করে রেখেছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। যা নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের ভিতরে তৈরী হয়েছে চরম ক্ষোভ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×